Uncategorized

কিভাবে এবং কেন ব্যবহার করবেন বাকির খাতা?

বাকির খাতা হল একটি ফিচার যা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলিকে পাওনার হিসাব ডিজিটালি রাখতে সাহায্য করে। পাওনা টাকার ট্র্যাক রাখা এখন খুবই সহজ পাওনা লিস্টের সাহায্যে। কাস্টমারের নাম, ফোন নাম্বার, এবং ছবি সেভ করে রাখতে পারেন। হিসাবী এই ফিচার ব্যবহারকারি কে নির্দিষ্ট সময়ে নোটিফিকেশন দিয়ে পাওনা টাকা কালেক্ট করার কথা মনে করিয়ে দিবে।

কেন ব্যবহার করবেন বাকির খাতা?

বাকির হিসাব ডিজিটালি রাখলে, আপনার বাকির হিসাব আর হারাবে না। এখন জেনে নেই, কেন বাকির খাতা ফিচারটি আপনার ব্যবহার করা উচিত - 

✅সহজেই ট্র্যাক রাখা যাবে কোন কাস্টমার কোন পন্যটি বাকিতে নিয়েছে
✅বাকির সম্পুর্ন ইতিহাস দেখা যাবে
✅ডিজিটাল পেমেন্ট এর মাধ্যমে বাকির টাকা নেয়া যাবে
✅কাস্টমারকে বাকির এলার্ট পাঠানো যাবে এসএমএস কিংবা ফোন দিয়ে

কিভাবে বাকির খাতা ব্যবহার করবেন?

  1. এই ফিচারটি ব্যবহার করে টোটাল কত টাকা পাবেন এবং কত টাকা আপনার কাছে কেউ পাবে সেই হিসাব দেখতে পাবেন। এবং বাকির ইতিহাসও দেখা যাবে।
  2. এছাড়াও সার্চ অপশন থেকে বাকির লিস্ট সার্চ কর।
  3. সাম্প্রতিক লেনদেনর হিসাব গুলোও দেখতে পাবেন।
  4. সেই সাথে নতুন বাকির হিসাব রাখতে পারবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।