বাংলাদেশের ১৭ কোটি জনসংখ্যার এর প্রায় ৭ কোটির মানুষ internet user - এরমধ্যে 1.5 কোটি মানুষ অনলাইন স্টোর বা ওয়েবসাইটগুলো থেকে regularly shopping করে থাকে। তার মানে in future এই sector টা আরও grow করবে। আর ২০২৬ সালের মধ্যে অনলাইন মার্কেট সাইজ 1.5 লাখ কোটি টাকার হয়ে যাবে। ২০২৪ সালই একদম right time আপনার অনলাইন ব্যবসা শুরু করার জন্য।
যদিও আপনারা হইতবা জানেন, অনলাইন ব্যবসা কি? কিন্তু তারপরও আমি আপনাদের জানার পরিধিটাকে আরও একটু বাড়িয়ে দিতে, অনলাইন বিজনেস কি, ২০২৪ সালে আপনার কেন ই-কমার্স, এফ-কমার্স, overall অনলাইন বিজনেস করা উচিত, কিভাবে অনেক easily আপনি অনলাইন বিজনেস করবেন, এবং কোন basic জিনিসগুলো অনলাইন ব্যবসা করতে আপনার প্রয়োজন হবে, - সেকল বিষয় নিয়ে elaborately আলোচনা করব কিছু real-life example দিয়ে।
কিভাবে অনলাইন ব্যবসা করবেন?
এতক্ষণ আপনারা জানলেন, অনলাইন বিজনেস কি এবং কেন আপনার অনলাইনে বিজনেস করা উচিত - তা সম্পর্কে।
এখন আপনারা জানবেন, কিভাবে সামনে আগাবেন, মানে অনলাইন ব্যবসাটা কিভাবে করবেন?
ব্যবসা শুরু করতে আপনার উচিত -
- মার্কেট রিসার্চ করে মার্কেটের চাহিদা-অনুযায়ী প্রোডাক্ট/সার্ভিস সিলেক্ট করা
- Product availability/Product sourcing
- Pricing
অফলাইন ব্যবসা করতে যেমন প্রয়োজন দোকান বা স্টোরের, ঠিক তেমনি অনলাইন ব্যবসার জন্য প্রয়োজন অনলাইন স্টোর, যেখানে attractively আপনি আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসগুলোকে showcase করতে পারবেন।
প্রোডাক্ট showcase এবং sell এর জন্য আপনি মার্কেট প্লেস যেমন দারাজ, বাগডুম এর মতো প্ল্যাটফর্মগুলোতে সেলার অ্যাকাউন্ট ওপেন করে প্রোডাক্ট বিক্রি করতে পারেন।
এছাড়াও, Facebook business page set up/instagram এর মাধ্যমে অথবা ওয়েবসাইটের মাধ্যমে - আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারেন।
আপনি যদি facebook/instagram এর মাধ্যমে প্রোডাক্ট সেল করতে চান, তাহলে আপনাকে প্রথমে আপনার page set up করে, সেটিকে optimization (logo,cover,page name) করে - trust-worthy একটি professional look দিতে হবে।
আর ওয়েবসাইটের মাধ্যমে বিজনেস run করতে চাইলে, আপনাকে অবশ্যই ওয়েবসাইট launch করতে হবে।
- Domain
- Hosting
- SSL certificate
- Logo Design
- Premium theme,
- template
- CSM
আর আপনি চাইলে কোডিং এর ঝামেলাছাড়াই, পছন্দমতো থিম দিয়ে নিজের অনলাইন স্টোরটি বাড়িয়ে নিতে পারবেন মাত্র ৩০ সেকেন্ডে - হিসাবী ব্যবহার করে।