ছোট ব্যবসাগুলোর জন্য বাকি আদায় করা বরাবরই একটি বড় চ্যালেঞ্জ। বাকি আদায়ের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল বাকির হিসাবগুলো ঠিকমতো রাখা। কেনা, বেচা, লাভক্ষতির হিসাব রাখার পাশাপাশি আপনার উচিত বাকির হিসাবগুলো সঠিকভাবে রাখা।
আপনি চাইলে খাতা-কলম, টালি খাতা, বা স্প্রেডশিটে হিসাব রাখতে পারবেন। কিন্তু এগুলো প্রতিদিন মেইনটেইন করাও কঠিন হয়ে যায় মাঝে মাঝে। তাই এর থেকেও আরও সহজভাবে বাকি বা বকেয়ার হিসাব রাখতে পারবেন যেকোন হিসাব রাখার সফটওয়্যারের মাধ্যমে।
তেমনি এক হিসাব রাখার সফটওয়্যার হল হিসাবী বিজনেস ম্যানেজার। বাকির খাতা - হিসাবী বিজনেস ম্যানেজারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ফিচার।
বকেয়া টাকার ট্র্যাক রাখা এখন খুবই সহজ পাওনা লিস্টের সাহায্যে। হিসাবী এই ফিচার ব্যবহারকারি কে নির্দিষ্ট সময়ে নোটিফিকেশন দিয়ে পাওনা টাকা কালেক্ট করার কথা মনে করিয়ে দিবে।
আসুন জেনে নেই, আপনি কেন বাকির খাতা ফিচারটি ব্যবহার করবেন।
কেন বাকির খাতা ব্যবহার করবেন?
বাকির খাতা ব্যবহার করে, আপনি এক নজরে আপনার বাকির হিসাব দেখতে পারবেন। বাকির খাতা ব্যবহারের সুবিধা:
✅সহজেই ট্র্যাক রাখা যাবে কোন কাস্টমার কোন পণ্যটি বাকিতে নিয়েছে
✅বাকির সম্পূর্ণ ইতিহাস দেখা যাবে
✅ কাস্টমারকে বাকির আদায়ের এসএমএস পাঠানো যাবে
✅ দিন-সপ্তাহ-মাস-বছর অনুযায়ী সকল বাকির হিসাব দেখতে পাবেন
✅ এছাড়াও প্রোডাক্ট অনুযায়ী বাকির হিসাব দেখতে পাবেন
ব্যবসার বাকির হিসাব ডিজিটালি রাখুন, বাকি বকেয়া নিয়ন্ত্রণ করুন
ছোট ব্যবসার হিসাব রাখার জন্য অনেক ক্ষেত্রেই ডিজিটাল অ্যাপ বা সফটওয়্যার ব্যবহার করা হয় না। খাতা বা টালি খাতায় হিসাব রাখার ফলে, মাঝে মাঝে অনেক হিসাব হারিয়ে যায়। এতে মাস শেষে ব্যবসায় ক্ষতি হয় এবং কাস্টমারের সাথে বাকি আদায় নিয়ে সম্পর্ক নষ্ট হয়। এই সকল জটিলতা এড়াতে ব্যবসার হিসাব রাখুন হিসাবী অ্যাপ-এ।