Uncategorized

কীভাবে ডিজিটালি কেনাবেচার হিসাব রাখবেন?

একাধিক খাতায় কেনাবেচার হিসাব না রেখে ডিজিটালি কেনাবেচার হিসাব রাখুন হিসাবী অ্যাপ থেকেই।  যেকোনো ব্যবসার প্রতিদিনের কেনাবেচার হিসাব রাখতে ব্যবহার করা যায়। এর ফলে  ব্যবসার মালিকরা ব্যবসার সকল হিসাব নিকাশের ট্র্যাক রাখতে পারবেন এবং স্টক মেইনটেইন করতে পারবেন কোন রকম ঝামেলাছাড়াই। 

কেন ডিজিটালি কেনাবেচার হিসাব রাখবেন?

ডিজিটালি কেনাবেচার হিসাব রাখলে আপনার ব্যবসার সঠিক তথ্য পাওয়া সহজ হয়, ভুল কম হয়, সময় বাঁচে এবং যেকোনো মুহূর্তে আপনার ব্যবসার সার্বিক অবস্থার সঠিক চিত্র দেখতে পারবেন। এছাড়াও,

✅খাতা কলমে হিসাব রাখার ঝামেলাছাড়াই যেকোনো দিন কিংবা সময়ের কেনাবেচার হিসাব রাখতে পারবেন।
✅লাইফটাইম ক্লাউড ব্যাকাপ থাকায় সুরক্ষিত ও নিরাপদ থাকবে প্রতিটি হিসাব।
✅কোন স্টাফ বিক্রি করলো কিংবা কোন কাস্টমার কিনলো তার পুর্নাঙ্গ হিসাব থাকবে প্রতিটি বিক্রির সাথে।
✅যেকোন লেনদেন এডিট, পন্য ফেরত বা পরিবর্তন করে দেয়া ইত্যাদি সব মেইনটেইন করা যাবে এই এক জায়গা থেকে।

ডিজিটালি বেচাকেনার হিসাব রাখুনঃ হিসাবীতে

হিসাবী অ্যাপ ব্যবহার করে আপনি ব্যবসার কেনাবেচা থেকে শুরু করে লাভক্ষতিসহ প্রয়োজনীয় ব্যবসায়িক সকল হিসাব রাখতে পারবেন। হিসাবী অ্যাপে ব্যবসার সব তথ্য নিরাপদে রাখুন, স্বয়ংক্রিয়ভাবে স্টক আপডেট পান, দিন, মাস ও বছরের রিপোর্ট সহজেই তৈরি করুন এবং ব্যবসার সার্বিক পরিস্থিতি এক নজরে মনিটর করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *